কেমন ছিল রূপকথার সাত পাক, রাঘব-পরিণীতির (Raghav Chadha Parineeti Chopra Wedding) বিয়ের পরদিন প্রকাশ্যে এল বিশেষ মুহূর্তের সব ঝলক।
রাজকীয় বিয়ের অনুষ্ঠানে কনে পরিণীতির পরনে ছিল সোনালী জরির কাজ করা ল্যাহেঙ্গা চোলি। ওড়নায় বোনা জীবনসঙ্গীর নাম। রাঘব পরেছিলেন সাদা শেরওয়ানি। দুজনের গলায় হলদে গোলাপের মালা।
Parineeti-Raghav Wedding: রূপকথার রং গোলাপি-কালো, বিয়ের পর রাঘব-পরিণীতির প্রথম ছবি ভাইরাল
সাদা সোনালী দিয়ে মোড়া এক রূপকথার জন্ম হল উদয়পুরে। ফুলের গালিচা দিয়ে হেঁটে গেলেন রাগনীতি। নতুন সফর শুরু হল হাতে হাত রেখে। স্ত্রী-য়ের কপালে চুম্বন এঁকে দিলেন রাঘব। সেই সব মুহূর্তের ঝলক ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর রিসেপশনে পরিণীতি পরেছিলেন গোলাপি কাজ করা শাড়ি, সঙ্গে গোলাপি চুড়া, সিঁথিতে সিঁদুর, মিসটার চড্ডার পরনে সাদা শার্টের ওপর কালো কোট। সে ছবি ভাইরাল হয়েছে আগেই।