'নিম ফুলের মধু' ধারাবাহিকে একটার পর একটা চ্যালেঞ্জের মুখে পর্ণা । এই মুহূর্তে ঠাম্মির মান, সম্মান আর দত্ত বাড়ির সম্পত্তি বাঁচানোর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছোট নাত বউ । এরই মধ্যে ফের নতুন চ্যালেঞ্জের মুখে পর্ণা । সম্প্রতি, চ্যানেলের তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে । যেখানে দেখা গিয়েছে,মা নইলে বউমা একজনকে বেছে নিতে হবে সৃজনকে । আদরের 'বাবু'-র কাছে এটাই দাবি তার মায়ের । সমাধানের আশায় পর্ণার কাছেই ছুটে যায় সৃজন ।
ধারাবাহিকে দেখা গিয়েছে, মায়ের বিরুদ্ধে এমনিতেই কিছু বলতে পারে না সৃজন । এদিকে, পর্ণাকেও খুব ভালবাসে সে । সৃজন জানে, সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারে একমাত্র পর্ণাই । তাই সে বিষয়টা পর্ণাকে জানায় । কী করবে এবার পর্ণা ? শাশুড়িকে কি জব্দ করতে পারবে দত্ত বাড়ির ছোট নাত বউ ? নতুন ট্র্যাক নিয়ে উৎসাহী দর্শকরা ।