চার বছর পর বিগ স্ক্রিনে ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী ২৫ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কিং খানের কামব্যাক ছবি পাঠান (Pathan)। বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে 'বুক মাই শো'-তে অগ্রিম টিকিট বুকিং (Advance Ticket Booking) শুরু হয়ে গিয়েছে।
অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিমধ্যেই মাইলস্টোন গড়ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি পাঠান। জানা গিয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার ৩৬ ঘন্টা বা তারও কম সময়ের মধ্যেই ৪ লক্ষ টিকিট বিক্রি হয়েছে দেশ জুড়ে। যা কার্যত পুরানো সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন- শুভ জন্মদিন চ্যাম্প, সংক্ষিপ্ত জীবন তবু দাগ কেটে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত
আপাতত হিন্দি তামিল ও তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান। সিনেমা মুক্তি পাওয়ার আগেই ছবিটি প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। মনে করা হচ্ছে ছবিটি প্রথম দিনেই কমপক্ষে ২৫ কোটি টাকার ব্যবসা করবে।