ভক্তকূলের অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেলে কিং খানের কামব্যাক ছবির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang)।- জিরো (Zero) সিনেমার চার বছর স্ক্রিনে ফিরেই রীতিমতো উষ্ণতা ছড়ালেন শাহরুখ খান (Shahrukh Khan)। অভিনেতার সঙ্গ দিয়েছেন দীপিকা পাডুকোন(Deepika Padukone)। সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে এই গানে কিং খানের সঙ্গে রীতিমতো রোম্যান্স করতে দেখা গিয়েছে দীপিকাকে।
‘হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’,গানে 'ওম শান্তি ওম'-এর (Om Shanti Om) জুটি শাহরুখ-দীপিকার থেকে কার্যত চোখ ফেরানো দায় হয়ে গিয়েছে। একাধিক স্যুইমস্যুট পরে একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। কম যাননি শাহরুখ। তাঁকে কখনও টি-শার্ট আবার কখনও শার্টলেস ভাবে দেখা গিয়েছে এই গানে। সঙ্গে উপরি পাওনা তাঁর খাঁজকাটা এইট প্যাক অ্যাবস। যা দেখে রীতিমতো হতবাক সকলে। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ৫৭ ছুঁয়েছে শাহরুখের বয়স। সব মিলিয়ে আবেদনে ভরপুর এই গান মন কেড়েছে ভক্তকূলের।
আরও পড়ুন- পৃষ্ঠার চিত্রনাট্য, লিখেছেন ৮২ জন, 'দ্য ভ্যাক্সিন ওয়ার' নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী
‘বেশরম রং’-এ মিউজিক দিয়েছেন বিশাল এবং শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি। হিন্দি ছাড়াও তামিল তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে গানটি। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।