শাহরুখ খান (Shah Rukh Khan) মনে হয় সত্যিই ম্যাজিক জানেন । সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিও তা আরও একবার প্রমাণ করল । ওই ভিডিওতে দেখা গেল, উইলচেয়ারে বসেই সিনেমাহলে পৌঁছেছেন এক অনুরাগী । সঙ্গে আবার ভেন্টিলেটর । শাহরুখের কত বড় ফ্যান হলে, এটা করা সম্ভব, তা আর বলার অপেক্ষা রাখে না ।
ওই যুবক আসলে বিশেষভাব সক্ষম । তিনি যে শুধু হুইলচেয়ারে বসে সিনেমা দেখেছেন, তা নয়, ছবির ডায়ালগ, অ্যাকশন দৃশ্যে নিজের উত্তেজনাও প্রকাশ করেছেন । ভিডিও দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য একটাই, এটাই হল শাহরুখের জাদু ।
আরও পড়ুন, Shahrukh Khan : পাঠান, জওয়ানের পর এবার কি ডাঙ্কি ? মুক্তি নিয়ে কী বললেন শাহরুখ ?
জওয়ান মুক্তির পর থেকে দেশ-বিদেশ থেকে এমন বহু ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি, স্যালাইন হাতে এক তরুণীর ছালেয়া গানে নাচের ভিডিও ভাইরাল হয় । শাহরুখ নিজে সেই ভিডিয়োতে প্রতিক্রিয়া দেন । ওই তরুণীর সুস্থতা কামনা করেন এবং এরকম আরও অনেক নাচ দেখার জন্য প্রতীক্ষায় রয়েছেন বলে জানান ।