বাঙালির বিনোদন মানেই সন্ধে হলেই টেলিভিশনের পর্দায় রকমারি সিরিয়াল দেখার হিড়িক। দর্শকদের মধ্যে এমনই এক জনপ্রিয় সিরিয়াল পিলু। এই মুহুর্তে পিলুর প্রধান আকর্ষণ রঞ্জা মল্লারের বিয়ে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে চার হাত এক হয়েছে মল্লার রঞ্জার। রঞ্জাকে বিয়ে করে ঘরে তুলেছে মল্লার। তবে বিন্দির ভয়ে এখন সকলেই কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছে।
কিন্তু এত সমস্যার মধ্যেও বউকে যেন চোখে হারাচ্ছে মল্লার। এক রাত ও রঞ্জাকে ছাড়া কাটছে না মল্লারের। কাল রাত্রীর দিনেও তাই রঞ্জা মল্লার প্ল্যান করে দেখা করার। তবে পরিবারের চোখ এড়িয়ে এই কাণ্ড ঘটালে তার যে পরিনাম ভালো হবে না সেকথা আগেই জানত পিলু। তাই প্রথম থেকেই পিলু আহির সাবধান করেছিল রঞ্জা মল্লারকে। কিন্তু কে শোনে কার কথা।
রাতের কলকাতা ঘুরতে সকলের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে রঞ্জা মল্লার। যদিও তারা হাতেনাতে ধরা পড়ে পিলুর কাছে। পরে দাদুর কানে খবর যেতেই ঠিক কী হল, জানা যাবে পিলুর আগামী পর্বে। পিলু কি জিততে পারবে চ্যালেঞ্জ?