নতুন জীবনের শুরুটা হয়েছিল নেটিজেনদের নানাবিধ সমালোচনা, ট্রোলিং-এ বিদ্ধ হয়ে। বলছি সদ্য বিবাহিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর কথা। তবে পরম-পিয়া ওসবের তোয়াক্কা না করে নতুন বছরটা শুরু করেছেন নিজেদের মনের মতো করে। কুইন অফ হিলস দার্জিলিং-এ শীত উপভোগ করছেন দুজনেই।
শৈল শহরে কাটানো একগুচ্ছ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া। তারই মধ্যে একটা দার্জিলিং-এর আইকনিক বেকারি গ্লেনারি'জের সামনে দাঁড়িয়ে পিয়া এবং পরম। সে ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, 'আশায় বাঁচে সবাই'।
100 Days Work-Nabanna: ২১ লক্ষ মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া হবে টাকা? গাইডলাইন প্রকাশ নবান্নের
গত নভেম্বরে প্রচারের আলো থেকে অনেকটা দূরে চারহাত এক হয়েছিল অভিনেতা পরমব্রত এবং মনো সমাজ কর্মী পিয়ার। কিন্তু বিয়ের খবর ছড়াতেই প্রাক্তন সম্পর্ক নিয়ে রীতিমতো ট্রোল করা হয়েছিল পরম-পিয়াকে। যদিও নিজেদের জীবনে সে সবের আঁচ পড়তে দেননি ওঁরা। ডিসেম্বরে টলিউডের হু'জ হুদের আমন্ত্রণ জানিয়েছিলেন বড়দিনের পার্টিতে।