তাঁদের বিয়ে নিয়ে কম জল্পনা-চর্চা হয়নি। বলছি পরমব্রত-পিয়ার কথা। এক সপ্তাহ কাটতে না কাটতেই হানিমুনে গেলেন সদ্য বিবাহিত কাপল?
এই মুহূর্তে আয়ারল্যান্ডে রয়েছেন পিয়া। রাজধানী ডাবলিন থেকে ছবি পোস্ট করেছেন। নেটপাড়ায় জোর জল্পনা, পরম-পিয়া নাকি মধুচন্দ্রিমায় গিয়েছেন। বিয়ের পরেই কিডিনির স্টোনপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন পিয়া।
গত সোমবার একেবারেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে পরমব্রতর যোধপুরপার্কের বাড়িতে দুজনের রেজিস্ট্রি হয়েছে।
পিয়া গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপম ও পিয়ার বিচ্ছেদ হয় ২০২১ সালে। তারপর থেকেই পিয়ার সংগে অভিনেতা পরমব্রতর ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছিলই।