এ কী নিছকই কাকতালীয়! খাতায় কলমে তাঁরা এখন 'প্রাক্তন'। বলছি পিয়া চক্রবর্তী অনুপম রায়ের কথা। অনুপম-প্রশ্মিতার বিয়ের দিন সকালেই পিয়ার ঘরে একগুচ্ছ লাল গোলাপ। সে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিয়া।
লাল গোলাপের ছবি পোস্ট করে পিয়া মনে করিয়ে দিলেন মার্চ এসে গেছে, ক্যাপশন পড়লেই মনে পড়ে যায় অনুপমেরই লেখা গানের কথা, বসন্ত এসে গেছে।
তবে সমাজকর্মীর পোস্টে সরাসরি প্রাক্তন স্বামীর কোনও প্রসঙ্গই নেই। ২ মার্চ বিয়ে করছেন টলিপাড়ার দুই জনপ্রিয় গায়ক অনুপম রায়-প্রশ্মিতা পাল। খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিকরা যোগাযোগ করেছিলেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে। পিয়া জানিয়েছেন, হবু দম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। অনুপম-প্রশ্মিতা একসঙ্গে ভাল থাকুন, এমনটাই চান পিয়া।