সপ্তাহ তিনেক পুরনো দাম্পত্য পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর। সম্পর্কের জল্পনা ছিলই, কিন্তু বিয়ের সকালেই সে খবরে সিলমোহর পরে। বিয়ের পর কেমন কাটছে দুজনের? সম্প্রতি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত জানিয়েছেন, বিয়ের পরের জীবন খুব এক্সাইটিং এবং শান্তির।
পরম-পিয়ার বিয়ের খবরে সোশ্যাল মিডিয়াজুড়ে তোলপাড় হয়। বারবার উঠে আসে পিয়ার প্রাক্তন স্বামী গায়ক অনুপম রায়ের নাম। সে ব্যাপারে প্রশ্ন করা হলে পিয়া বলেছেন, অহেতুক অনুপমের নাম উঠে আসছে। বৈবাহিক সম্পর্ক প্রাক্তন হলেও তাঁরা দুজন দুজনের শুভাকাঙ্খী ছিলেন, চিরকাল থাকবেন।
পিয়া-অনুপমের বিচ্ছেদের সময়েই পরমব্রতর নাম উঠে এসেছিল, তবে সে সময়ে দুজনে বন্ধুই ছিলেন, বিয়ের সিদ্ধান্ত চলতি বছরেই নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।