দেখতে দেখতে পেরিয়ে গেল একটা গোটা বছরের ঠিক অর্ধেকটা। ৬ মাস আগে নিভৃতে বিয়ে করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। এক্কেবারে ঘরোয়া সেই বিয়েতে বাইরের কারও প্রবেশাধিকার ছিল না৷ রেজিস্ট্রির খান দুয়েক ছবি শেয়ার করেছিলেন দম্পতি। অবশেষে বিয়ের ৬ মাস পূর্তিতে বিশেষ দিনের ফ্রেমবন্দি বেশ কিছু ছবি শেয়ার করলেন পিয়া।
ফেসবুকে 'ওয়েডিং' নামে অ্যালবাম তৈরি করেছেন পিয়া। শেয়ার করেছেন ছিমছাম লুকের বেশ কিছু ছবি। সে সব মুহুর্ত বলে দেয়, কাছের মানুষদের নিয়ে নবদম্পতির বিশেষ দিনটা কেটেছিল আড্ডায়-হুল্লোড়ে। পরিবার-বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ করছিলেন দুজনে।
পরম-পিয়ার বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। পিয়া গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী৷ অনুপম আবার পরমের বন্ধু। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল করা হয়েছিল তাঁদের। সে সবে তেমন কান দেননি, বরং একটু একটু করে রঙিন হয়ে উঠছে পিয়া-পরমের নতুন সংসার।