ট্রোলিং-এর সপাটে জবাব দিলেন পিয়া চক্রবর্তী। বিগত কয়েক মাস ধরেই আলোচনায় অনুপম রায় এবং তাঁর প্রাক্তন স্ত্রী পিয়ার ব্যক্তি জীবন। এবার আর পরোক্ষ ভাবে, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নয়, সরাসরিই ট্রোলারকে এক হাত নিলেন পিয়া।
সম্প্রতি পিয়ার ফেসবুক ছবির কমেন্ট বক্সে সদ্য বিবাহিত অনুপম-প্রশ্মিতার ছবি পোস্ট করলেন এক নেটিজেন। উত্তরে পিয়া ওই নেটিজেনকে মেনশন করেই খানিক শ্লেষাত্মক ভাবে লিখেছেন, 'অতি দুর্লভ একটি ছবি পোস্ট করেছেন৷ নাহলে এটি আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না৷ আপনার পুরস্কার প্রাপ্য'।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
সেলিব্রিটিই হোন বা আটপৌরে সাধারণ মানুষ- সকলেরই আছে ব্যক্তিগত জীবন। তার মধ্যে নাক গলানো যে রীতিমতো অসভ্যতা, তা আমরা অনেকেই বুঝি না। ব্যঙ্গের মোড়কে পিয়ার স্পষ্ট জবাব আসলে এই 'অন্যের জানলায় উঁকি দেওয়া'র স্বভাবকেই সজোরে চপেটাঘাত করল। নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পিয়াকে।
অনুপম এবং পিয়া একসঙ্গে ছিলেন দীর্ঘদিন৷ এখন দুজনেই অন্য সম্পর্কে থিতু৷ থাকুন না তাঁরা নিজের মতো! পিয়া বুঝিয়ে দিলেন, অযাচিত নাক গলাতে এলে নাকে ঠোক্কর লাগবেই।