শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের নতুন সিনেমা 'পাঠান'-এর 'বেশরম রং' নিয়ে বিজেপি কর্মীদের 'বাড়াবাড়ি'র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সিনেমাটির উল্লেখ না করেই বিজেপি কর্মীদের সতর্ক করেছেন তিনি। সিনেমা নিয়ে অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৬ এবং ১৭ জানুয়ারি দিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। আগামী বিধানসভা নির্বাচনের রোডম্যাপ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেখানেই প্রধানমন্ত্রী বলেছেন, কিছু সিনেমা নিয়ে বিজেপি নেতাদের কয়েকজন অপ্রয়োজনীয় মন্তব্য করেন৷ সেই খবর দিনরাত টিভি চ্যানেলে দেখানো হয়। এসব থেকে বিরত থাকা উচিত।
'পাঠান' ছবির 'বেশরম রং' গানটি রিলিজের পরেই গেরুয়া শিবিরের নেতাদের একাংশের রোষানলে পড়েছেন শাহরুখ ও দীপিকা। ছবিটিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে। ওই গানে দীপিকার পরনে একটি বিকিনি ছিল, যেটির রং গেরুয়া। তাই নিয়েই আপত্তি। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম, মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র সিনেমাটির উপর খড়গহস্ত। তাঁরা ছবিটি দেখাতে না দেওয়ার হুমকি দিয়েছেন। এই নিয়েই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী।