মঞ্চে তখন 'ছাঁইয়া ছাঁইয়া' গাইছিলেন এ আর রহমান । তাঁর সুরেলা কণ্ঠে মেতে উঠেছিল পুনে । জমে উঠেছিল মিউজিক কনসার্ট । ঠিক তারই মাঝে হঠাৎ পুলিশের আগমন । মঞ্চে উঠে রহমানকে বন্ধ করতে বললেন শো । কিন্তু কেন রহমানকে গাইতে বন্ধ করতে বলা হল ?
রবিবার রাতে পুনের রাজা বাহাদুর মিল এলাকায় এ আর রহমানের কনসার্টের আয়োজন করা হয়েছিল । মঞ্চে তখন শেষ গান গাইছিলেন রহমান । হঠাৎই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এসে কনসার্ট বন্ধ করার নির্দেশ দেন । আসলে,রাত ১০ টা পর্যন্ত সেখানে কনসার্ট করার সময়সীমা দেওয়া হয়েছিল । সেই সময় পার হয়ে যায় । কনসার্টে মশগুল হয়ে সময়ের হিসাব রাখেননি রহমান । তাই রাত ১০টা বেজে গেলেও চলতে থাকে তাঁর শো । পরে পুলিশ গিয়ে বিষয়টি শো-এর অর্গানাইজার , রহমানকে জানাতেই সঙ্গে সঙ্গে শো বন্ধ করে দেওয়া হয় ।
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে কোনও মামলা দায়ের করা হয়নি ।