জনপ্রিয় বাংলা গ্রাফিক নভেলের চরিত্র রাপ্পা রায় আসছে বড়পর্দায়৷ রাপ্পা রায়কে নিয়ে ছবি করছেন পরিচালক মৈনাক ভৌমিক। সব ঠিক থাকলে জুন মাসে ছবির শুটিং শুরু হবে। রাপ্পার ভূমিকায় কে অভিনয় করবেন?
রাপ্পা রায়ের স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে 'ফুলস্টপ ডট কম’ এবং ‘স্টোরিলাইন’ গল্পের স্বত্ব কিনে নেওয়া হয়েছে।
Srijit-Oti Uttam: মহানায়কেই লক্ষ্মীলাভ! বক্স অফিসে দারুণ ব্যাবসা 'অতি উত্তম'-এর
রাপ্পার চরিত্রে জন্য ঋত্বিক চক্রবর্তীকে পছন্দ লেখক সুযোগের।রাপ্পার বন্ধু টনির চরিত্রে তাঁর প্রথম পছন্দ অম্বরীশ ভট্টাচার্যকে। তবে কাস্টিং বিষয়টি প্রযোজক এবং পরিচালকের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।