অবশেষে স্বস্তি। বেশ কয়েকদিনের বিরতির পর কেবল টিভিতে ফিরে এল জনপ্রিয় সব চ্যানেলগুলি। বৃহস্পতিবার থেকেই ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছিল পরিষেবা৷ এখন প্রায় সব চ্যানেলই ফিরে এসেছে।
টানা প্রায় ৬ দিন ভোগান্তির শিকার হতে হল গ্রাহকদের। গত শনিবার থেকে জি টিভি, স্টার ও সোনির চ্যানেলগুলি দেখতে পাচ্ছিলেন না জিটিপিএল, ডেন ও হ্যাথওয়ের গ্রাহকরা। যেহেতু স্থানীয় স্তরে পরিষেবার দায়িত্বে থাকেন কেবল অপারেটররা। তাই গ্রাহকদের ক্ষোভের মুখে তাঁরাই পড়ছিলেন।
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর তরফে টিভি দেখার মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাকে কেন্দ্র করেই শুরু হয় সংঘাত। চ্যানেল কর্তৃপক্ষকে চ্যানেল পিছু বর্ধিত দাম দিতে রাজি হয়নি মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও)-দের একাংশ। এর জেরেই শনিবার দুপুর থেকে চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
অভিযোগ, এমএসও এবং কেবল অপারেটরদের আগাম কিছু না জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেলগুলি। এই নিয়ে ভারতের ৮টি হাই কোর্টে মামলা হয়।
সংঘাতের আবহেই দিল্লিতে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক হয় ব্রডকাস্টার সংস্থাগুলির। ওই বৈঠকেই সমস্যার জট খুলেছে। কেবল টিভিতে ফিরে এসেছে জনপ্রিয় চ্যানেলগুলি। তবে মাশুল কমবে কিনা বা মামলাগুলির কী হবে তা এখনও স্পষ্ট নয়।