বিনোদন জগতে একদিকে যেমন সাফল্যের হাতছানি রয়েছে , তেমনই প্রদীপের তলার অন্ধকারের মতোই রয়েছে অসংখ্য ওঠাপড়া , কষ্টও। ফের তেমনই এক ঘটনা এল সামনে। তেলেগু ইন্ডাস্ট্রির নামজাদা কোরিওগ্রাফার ছিলেন চৈতন্য। দেনার দায় এবং অর্থাভাবে চৈতন্য গত ৩০ এপ্রিল বেছে নেন আত্মহননের পথ।
মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে চৈতন্য জানান, ‘‘আমার মা, বাবা ও বোন সব সময় আমার যত্ন নিয়েছেন, কখনও আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে দেননি। আমি আমার বন্ধুদের কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমি অনেককে বিরক্ত করেছি, আমি তাঁদের সবার কাছে ক্ষমা চাইছি।’’ পাশাপাশি দেনায় ডুবে থাকা চৈতন্য আরও বলেন, ‘শুধু টাকা ধার নিলেই হয় না শোধ করতেও জানতে হয় , আমি পারিনি। ‘ এই ভিডিও যখন সকলের নজরে আসে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে।