Manchu Dada: পাহাড় ছেড়ে সমতলে হানা নাইরোবি ফ্লাই-য়ের, আক্রান্ত জনপ্রিয় ইউটিউবার নিহার বাগচী

Updated : Jul 15, 2022 16:25
|
Editorji News Desk

এবার 'নাইরোবি ফ্লাই' নামক বিষাক্ত পতঙ্গের হানায় আক্রান্ত এক জনপ্রিয় ইউটিউবার। সুদূর পাহাড় ছেড়ে উত্তর ২৪ পরগণার হাবড়াতেও এই পোকার দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই পোকা গায়ে বসতেই চামড়া পুড়েছে ইউটিউবার নিহার বাগচীর। যদিও তাঁকে সাধারণ মানুষ চেনেন ‘মাঞ্চু দাদা’ হিসেবে। 

জানা গিয়েছে, গত ৩০ জুন সন্ধেয় নিহার বাইক চালিয়ে হাবড়ার জয়গাছির দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তাঁর চোখের কোনায় একটি পোকা এসে পড়ে। তখনই পোকাটিকে তিনি মেরে দেন। কিন্তু তখনও নিহার বুঝতে পারেননি, ওইটাই সেই নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকা। সেই সময় থেকেই চোখের কোনায়, মুখে জ্বালা করছিল যুবকের। বিষয়টিকে অতটা গুরুত্ব না দিয়ে তিনি বাড়ি ফেরেন। রাতেই জ্বালাটা কিছুটা বাড়ে, তবুও ঘুমিয়ে পড়েছিলেন নিহার।

আরও পড়ুন- Sourav Ganguly's 50th Birthday: মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন মহারাজের, সঙ্গী হলেন ডোনা-সানা 

কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে তিনি দেখেন, মুখের একদিক ফুলে গিয়েছে। এরপর সকালে বিষয়টি জানতে ইন্টারনেটে সার্চ শুরু করেন। তখন তিনি দেখতে পান নাইরোবি ফ্লাইয়ের ছবি। চোখের কোনায় বসার পর যে পোকাটিকে নিহার মেরেছিলেন, তার সঙ্গে হুবহু মিলে যায় ছবির ওই পোকাটি। এরপর আর দেরি না করে চোখের ডাক্তারের কাছে যান তিনি। চিকিৎসকের পরামর্শ ওষুধ খাওয়া শুরু করেন। 

তবে আপাতত অনেকটাই সুস্থ জনপ্রিয় ইউটিউবার 'মাঞ্চু দাদা'। তাঁর জ্বর বমি বা অন্য কোন লক্ষণ দেখা যায়নি। তবে খাবারের প্রতি এখনও অনীহা রয়েছে। এ সম্পর্কে তাঁর সতর্কবার্তা, এই পোকা শরীরে এসে বসলে মারবেন না। মারার পরে পোকার শরীর থেকে বের হওয়া রস যে যে জায়গায় লাগে, তা সংক্রমিত হয়। যদি ভুলবশত মেরেও ফেলা হয়, তাহলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কতা অবলম্বন করলেই হবে। আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

YoutuberNairobi Fly attackManchu DadainfectionsYoutuber Nihar Bagchi

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন