ফের বিয়ে ভাঙতে চলছে বাংলাদেশের (Bangladesh) চর্চিত ও বির্তকিত নায়িকা পরীমণির (Pori Moni)! তাঁর ফেসবুক (facebook) পোস্ট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। চলতি বছরের গোড়ার দিকে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
বিয়ের পর কয়েক মাসের মধ্যেই তাঁদের ছেলে রাজ্যের আগমন তাঁদের জীবনে। কিন্তু দিন কয়েক ধরেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি তুলেছিলেন পরিমণি। এর মধ্যেই বছরের শেষ দিনে বিস্ফোরক পোস্ট পরীমণির। মিম-রাজের সম্পর্কের জল্পনার কারণেই কি এত বড় সিদ্ধান্ত? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন- পর্দায় 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন', জীবনানন্দ দাশের ভূমিকায় পরমব্রত? রয়েছেন সোহিনী
ফেসবুকে কী লিখেছেন পরিমণি?
পরিমণির কথায় 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।' অভিনেত্রীর এই পোস্ট দেখে মন ভেঙেছে অনুরাগীদের।