ফের হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni) । আবারও জ্বর হয়েছে তাঁর । সম্প্রতি, নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । সেইসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি । সেখানে হাসপাতালের বেডে দেখা গেল রাজ্যকেও । মা-কে (Pori Moni Hospitalized) হাসপাতালের বিছানায় দেখে কী করছেন একরত্তি ?
ভিডিওতে দেখা গেল, পরীমণির হাতে স্যালাইন করা । অসুস্থ মাকে জড়িয়ে ধরে বসে রয়েছে রাজ্য । দেখা গেল, মায়ের হাতে ফু দিয়ে আদর করে দিচ্ছে । আবার কখনও মায়ের হাত নিয়ে খেলা করছে । ছেলেকে এভাবে কাছে পেয়ে মা-এর অর্ধেক অসুস্থতা এমনই চলে যায় । পরীমণির ক্ষেত্রেও অনেকটা তাই-ই হয়েছে । ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, "এই যে তুমি আদর করে দিলে, আমি এখনই সুস্থ হয়ে যাব।"
আরও পড়ুন, ‘Sam Bahadur’: মুক্তি পেল টিজার, শ্যাম মানেকশ-র ভূমিকায় অনবদ্য ভিকি
ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জীবনের শান্তি! বাজানকে পেয়ে আমার জীবন ধন্য। আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল। প্রার্থনা করবেন।"
এটা প্রথম নয়, আগেও একাধিকবার পরীমণিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল । সেবারও জ্বরে কাবু ছিলেন অভিনেত্রী । উল্লেখ্য, সম্প্রতি, বিয়ে ভেঙেছে তাঁর ও শরিফুল রাজের ।