ফের খবরের শিরোনামে পরীমণি(Pori Moni) । তবে এবার কারণটা একেবারে আলাদা । মা হচ্ছেন বাংলাদেশের প্রথম সারির নায়িকা পরীমণি । সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেখবর জানিয়েছেন অভিনেত্রী ।
বাংলাদেশের নায়ক শরিফুল রাজের(Shariful Raaz) সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । লিখেছেন, ‘ধন্যবাদ রাজ। কনগ্র্যাচুলেশন (অভিনন্দন) পরী ।’ ছবিতে হুইল চেয়ারে বসে রয়েছেন পরী । সদ্য হাসপাতাল থেকে বেরিয়েছেন । হাতে ফুল । সঙ্গে রয়েছেন রাজ । তারকা দম্পতির চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট ।
জানা গিয়েছে, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে রাজ ও পরী একে অপরের প্রেমে পড়েন । এরপর গত বছর অক্টোবর মাসে গোপনে বিয়ে করেন তাঁরা ।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরী জানিয়েছেন, চিকিৎসক তাঁকে এখন সাবধানে চলাফেরা করতে বলেছেন । আগামী দেড় বছর কোনও শ্যুটিং করবেন না তিনি ।