নতুন বছরের (New Year) শুরুতেই ফের বিস্ফোরক অভিনেত্রী পরীমনি (Pori Moni)। গত বছর জানুয়ারি (January) মাসে ধুমধাম করে সংসার পেতে ছিলেন রাজ-পরীমণি। কিন্তু বছর ঘোরার আগেই মেয়াদ ফুরোল সেই সংসারের। ১ জানুয়ারি ২০২৩ মধ্যরাতে রক্তের দাগ লাগা বিছানার ছবি দেন অভিনেত্রী। জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি খোলসা করবেন।
কিন্তু আচমকাই মত বদল। অভিনেত্রী সংবাদিক বৈঠক না করে সামাজিক মাধ্যমেই নিজের যাবতীয় ক্ষোভ, যন্ত্রণার কথা তুলে ধরলেন। কেন তিনি সম্পর্ক ভাঙলেন জানালেন সেই কথাও। স্বামী রাজের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন অভিনেত্রী।
আরও পড়ুন- ভাঙতে চলেছে পঞ্চম বিয়ে! বছর শেষে পরীমণির পোস্ট ঘিরে জল্পনা
পরী মণির কথায়, সম্পর্কটা টিকিয়ে রাখার সবরকম চেষ্টা তিনি করেছিলেন। তাঁর সন্তান রাজ্যের জন্য অনেক চেষ্টা করেছিলেন মানিয়ে নেওয়ার। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায় পৌঁছেলে কোন সম্পর্কই আর টেকে না। এই কারণে এই বছর ঘুরতে না ঘুরতেই একটা অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ এই সম্পর্ক দেখলে তার সন্তান বড় হতে পারত না।