ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni ) চর্চায় থাকেন প্রায়দিনই । শরিফুল রাজের সঙ্গে তাঁর সম্পর্কের টালমাটাল অবস্থার মধ্যেই বিচ্ছেদের খবর সামনে আসছে । কিন্তু, কয়েকদিন আগে ছেলে রাজ্যের জন্মদিনে বাবা রাজকে দেখে নেটিজেনরা ভেবেছিলেন, তাঁদের মধ্যে মনোমালিন্য হয়তো মিটেছে । সত্যিই কি ফের এক হয়ে যাচ্ছেন পরীমণি-রাজ । মানুষের মনে, সংবাদপত্রের পাতায় এমন প্রশ্ন উঠছে । এধরনের খবরে অন্যর মতোই খুশি হতে চান পরীমণিও । কিন্তু, অভিনেত্রী জানাচ্ছেন, সবসময় কি কখনও এক হয় । ফেসবুক পোস্টে রাজ ও তাঁর সম্পর্কের স্ট্যাটাস নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পরীমণি ।
১০ জুন রাজ্যের ১০ মাস পূর্ণ হয়েছে । এই দিনটা তাঁদের জীবনের অন্যতম বিশেষ দিন । তাই মা-বাবা হিসেবেই উদযাপন করেছেন তাঁরা । আগামী দিনেও করবেন বলে জানিয়েছে । অন্য কোনও ইস্যু আনবেন না । তবে, জন্মদিন উদযাপনের পর রাজ চলেও যান । অভিনেত্রী লেখেন, 'আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না। নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন।তারপর এই আয়োজন,সবাচই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর,রাজ চলে গেল রাজের মতো……' ।
এবার এই বিষয় নিয়ে আলোচনা-চর্চা যে শেষ হবে শীঘ্রই, সেই বিষয়েও আশা রাখছেন পরী মণি ।