দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পরী মণি পোস্ট দিয়ে জানিয়েছিলেন খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তাঁর পরিবারের অনেকে, বাকিদের শারীরিক অবস্থার উন্নতি হলেও অভিনেত্রীর ছেলে পদ্মর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাই ছেলেসহ তড়িঘড়ি ঢাকা থেকে কলকাতা এলেন পরী মণি।
ছোট্ট পদ্মের শরীরে দু’ধরনের ভাইরাস ধরা পড়েছে। তারই চিকিৎসার জন্য বুধবার রাতে কলকাতায় এসেছেন অভিনেত্রী। পুরো ঘটনা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন বাংলাদেশের পরিচালক চয়ণিকা চৌধুরী।
পরীমণির সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। গত বছরের শুরু থেকে দাম্পত্যজীবনে অশান্তি। সদ্য নিজের দাদুকে হারিয়েছেন। সম্প্রতি বরিশাল থেকে ফেরার পথেই খাবারের বিষক্রিয়া থেকে শরীর খারাপ পরীমণি ও তাঁর ছেলের।