বাংলাদেশের অতি চর্চিত নায়িকা পরীমণি এবার পা রাখতে চলেছেন টলিউডে। পরিচালক দেবরাজ সিনহার একটি ছবিতে তাঁকে দেখা যাবে। এবং তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।
কোন সিনেমায় থাকবেন?
সম্প্রতি এবিষয়ে নিজেই মুখ খুলেছেন বাংলাদেশী অভিনেত্রী। সেখানে পরীমণি নিজেই জানিয়েছেন, যে ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন সেই ছবির নাম ফেলুবক্সী। এটি একটি থ্রিলার ছবি। ছবির কাজে আগামী সপ্তাহেই কলকাতায় আসবেন।
এবিষয়ে পরীমণি জানিয়েছেন, টলিউডে কাজ করার জন্য একাধিক চিত্রনাট্য তাঁর কাছে জমা পড়েছিল। যদিও অবশেষে ফেলুবক্সী সিনেমায় অভিনয় করার জন্য মনস্থির করেছেন।
জানা গিয়েছে, শুটিং শুরুর আগে পাঁচ দিনের একটি গ্রুমিং ক্লাসে অংশ নেবেন পরীমণি। তার ফাঁকে একটি বিজ্ঞাপনের শুটিংও করবেন তিনি।