সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির৷ কয়েক মাস আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ তারপরেই নিজের দাদুকে হারান অভিনেত্রী। এবার খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তাঁর দেড় বছরের ছেলে রাজ্য-সহ পরিবারের ৫ জন৷ বাকিরা ছুটি পেলেও রাজ্য এখনও হাসপাতালে।
বোনেদের সঙ্গে বরিশালে গিয়েছিলেন পরীমণি। ফেরার পথে রাস্তায় ফল কিনেছিলেন তিনি। জল দিয়ে ধুয়েই খেয়েছিলেন। তাঁর দেড় বছরের ছেলে কেবল দু-একটা কামড় দিয়েছিল। তাতেই গাড়ির চালক সহ সকলে অসুস্থ হয়ে পড়েন৷ সকলকেই হাসপাতালে ভর্তি হতে হয়।
পরীমণি সোস্যাল মিডিয়ায় লিখেছেন, 'শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন।বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এ সব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাড়িতে যে ভাবে ফল খাওয়ার আগে সেগুলোকে পরিষ্কার করা হয়, সে ভাবে না করেই শুধু জল দিয়ে ধুয়ে খেয়েছিলাম।'
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট
অভিনেত্রীর কথায়, 'বাবু খুবই অল্প পরিমাণ, মানে দু-একটা কামড় দিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালক-সহ আমার বাড়ির মোট পাঁচ জন বিষক্রিয়া নিয়ে গত ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সুস্থ হলেও পুণ্য এখনও হাসপাতালে!'
ছেলেকে আদর করে 'পূণ্য' বলে ডাকেন পরীমণি৷ সে এখনও হাসপাতালে বলে মায়ের ঘুম ছুটেছে উদ্বেগে।