আজ খুশির ইদ। বাংলাদেশে আজ সাজ সাজ রব। তবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির কাছে এই বছরের ইদটা বেশ স্পেশাল। পরীপুত্র ৮ মাসের রাজ্য এই প্রথমবার দেখবে ইদ। তাই চোখের মণি রাজ্যের সঙ্গেই এবার ইদের প্ল্যান সেরেছেন পরী। সারাটাদিন কীভাবে কাটাবেন অভিনেত্রী?
Bollywood On Eid : মন্নতের বারান্দায় শাহরুখ, পরিবারের সঙ্গে ইদ পালন সলমন, সইফ, আমিরের
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, শরিফুলের সঙ্গে ইতিমধ্যেই প্ল্যান সেরে ফেলেছেন অভিনেত্রী। রাজ এবং রাজ্যের জামায় থাকবে রংমিলান্তি৷ প্রচুর উপহার পেয়েছে ছোট্ট রাজ্য। মাথায় টুপি পরে, পাঞ্জাবিতে প্রথম বার সাজবে পরীমণির পুত্তুর। তাকে সেই সাজে কেমন দেখাবে তা ভেবেই উচ্ছ্বসিত নায়িকা। নিজের হাতে ছেলের জন্য জুতো জামাও কিনেছেন পরী।