নতুন করে যেন স্বাধীনতার স্বাদ পেলেন বাংলা দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। হ্যাঁ ঠিক ধরেছেন হবু মা এখন দিন গুনছেন তাঁর সন্তানের জন্মের। মনে হচ্ছে যেন তিনি এবার আকাশে উড়বেন। এক পোস্টে পরীমণি তাঁর সন্তানকে উদ্দেশে লিখলেন, ‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে উড়াতে আসবে…..আমি উড়ব
খুব করে একদিন………….’
গত অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেছিলেন পরীমণি। চলতি বছরের প্রথমে মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আনুষ্ঠানিক বিয়েও করেন। তবে কাজ থেকে বিরতি নেননি পরী। সদ্য শেষ করেছেন ‘মা’ ছবির ডাবিং।
তবে সন্তানের জন্মের পর আগামী দেড় বছর কোনও শ্যুটিং করবেন না তিনি।