অতনু ঘোষের ছবি মানেই একটু ভিন্ন ধারার, তাই শেষপাতা যে একটু বাণিজ্যিক ধারার ছবির চেয়ে একটু আলাদা হবে, বলার অপেক্ষা রাখে না। মুক্তি পেল 'শেষ পাতা'র ট্রেলার। ঠিক যেন কবিতার ঝলক। মুগ্ধ করলেন প্রৌঢ় লেখকের ভূমিকায় বুম্বাদার অভিনয়।
১৪ এপ্রিল, নতুন বছরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'শেষ পাতা'। ট্রেলার বলছে, মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের আরও একটি মাস্টারপিস। শেষপাতায় বুম্বাদা ছাড়াও রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রায়াতি ভট্টাচার্য। ট্রেলারের পরতে পরতে এক আশ্চর্য বিষণ্ণতা রয়েছে।
ময়ূরাক্ষী, বিনিসুতো, রবিবার-এর মতো সমালোচকদের দ্বারা বহু প্রশংসিত ছবির পরিচালক অতনু ঘোষ।