এখনই বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না অভিনেত্রী সোনামণি সাহা এবং তাঁর সঙ্গী প্রতীক সেনকে। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'মোহর'-এর এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা। কিন্তু স্টুডিয়োপাড়ায় গুঞ্জন থমকে গিয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের এই নতুন ছবির কাজ।
এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল অগাস্ট মাসে। কিন্তু ছবির কাজ শুরু হয়নি। এই বিষয়ে প্রযোজক রানা সরকার সংবাদমাধ্যমকে জানান, ছবির কথা তিনি কিছু বলতে পারছেন না। অগাস্টে কাজ শুরু হওয়ার কথা হলেও আপাতত নায়ক এবং নায়িকা দুটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে। সেই কারণে শুটিংয়ের সময় নিয়ে গণ্ডগোল হচ্ছে বলে কাজ থমকে রয়েছে।
রানা সরকারের প্রযোজনায় তৈরি হওয়ার কথা রয়েছে এই ছবির। ছবির নাম 'বেহায়া'। কিন্তু ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরের দিনই ছবির শ্যুটিং স্থগিত রাখেন প্রযোজক। এর পর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ছবির কাজ শুরু হয়নি।