আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধৃতের নাম আরজু মালিক। তাঁর বাড়ি বিহারের জামুই এলাকায়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের পার্টি অফিসে ধনঞ্জয়কে গুলি করে খুন করা হয়। হামলাকারীদের গুলিতে আহত হন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাস।
খুনের পরেই পুরুলিয়ার বেতো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এবার গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আরজু বহুদিন ঝাড়খণ্ডের বোকারোতে থাকতেন। রেলের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর কাছ থেকে ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার হয়েছে।