অবশেষে অপেক্ষার অবসান।মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)-এর ট্রেলার। ট্রেলার দেখেই হইচই পড়ে গিয়েছে রীতিমতো।
অক্ষয় কুমারের (Akshay Kumar) পাশাপাশি এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও সোনু সুদ (Sonu Sood), মানুষী চিল্লর।রয়েছেন মানব ভিজ, আশুতোষ রাণা,সাক্ষী তনওয়ার । ‘পৃথ্বীরাজ’ ঘিরে বলিপাড়ায় জল্পনা ২০১৯সাল থেকেই। ২০২০সালে ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও বাধে সাধে করোনা সংক্রমণ। লকডাউনের জন্য দীর্ঘদিন হল বন্ধ থাকার কারণে ‘পৃথ্বীরাজ’-এর মুক্তি নিয়ে কোনও পরিকল্পনায় করেননি প্রযোজক আদিত্য চোপড়া (Aditya Chopra)।
স্বামীর মৃত্যুর পর উল্লাস কীসের ! নেটিজেনদের কটাক্ষের শিকার নীতু, কড়া জবাব অভিনেত্রীর
বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।তাই শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ‘পৃথ্বীরাজ’। ছবি ঘিরে বাড়ছে অক্ষয় ভক্তদের প্রত্যাশা।