ফ্যাশনের সবচেয়ে বড় মঞ্চ মেট গালা। মে মাসের প্রথম সপ্তাহে জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান হয়। প্রিয়াঙ্কা চোপড়া এই অনুষ্ঠানে ডাক পেয়েছেন। মেড গালার রেড কার্পেটে তাক লাগলেন আলিয়া প্রিয়াঙ্কা। নজর কেড়েছে আলিয়ার মুক্ত বসানো গাউন , এবং প্রিয়াঙ্কার হীরের হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হিরের এই হার।
জানেন কত টাকায় বিক্রি হবে এই হার? জানা গিয়েছে এই হীরের হারের মূল্য প্রায় ২০৪ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া 2017 সালে রাল্ফ লরেন ট্রেঞ্চ কোট পোশাকে তার মেট গালা অভিষেক করেছিলেন।