সময়ের ধর্ম তো বহমানতাই। ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) নেই মাস খানেক হয়ে গেল। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পরেই, হাল ছেড়েছিলেন তিনি। কথা ছিল সব ঠিক থাকলে, ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র শ্যুটিং এ গোয়া যাবেন ঐন্দ্রিলা। শ্যুটিং অসম্পূর্ণ রেখেই চোখ বুজেছেন অভিনেত্রী।
যখন ঐন্দ্রিলা হাসপাতালে লড়ছিলেন তখনই তাঁর অনুপস্থিতিতে শ্যুটিং চালিয়ে নিয়ে যেতে নেওয়া হয়েছিল এক অভিনেত্রীকে৷ যদিও সেই সময় নাম প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা৷ তবে এবার সামনে এল পোস্টার। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জুতোয় পা গলিয়ে সিরিজ এগিয়ে নিয়ে যাবেন টলিপাড়ার পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য। একাধিক ওয়েব সিরিজ, সিরিয়ালে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
ঐন্দ্রিলা না থাকলেও সম্ভবত সিরিজের শেষে তাঁকে শেষ বারের জন্য দেখা যাবে পর্দায়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, শ্যুটিং এগিয়ে নিয়ে যেতেই তড়িঘড়ি মুখ বদল করতে হয়েছিল, অর্থনৈতিক দিকের কথা ভেবেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত।