তাঁরা ছক ভাঙা বরাবর। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কা-র কোল আলো করে এসেছিল ফুটফুটে এক সন্তান। ছেলে না মেয়ে, সে খবর প্রকাশ্যে না আনলেও বাবা মা হওয়ার খুশি তাঁরা ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গেই। কদিন পর শোনা গিয়েছিল, নিক-প্রিয়াঙ্কার ঘরে জুনিয়র প্রিয়াঙ্কাই এসেছে। সারোগ্যাসির মাধ্যমে মা হয়েছিলেন দেশি গার্ল।
এবার সামনে এল তাঁদের মেয়ের গালভরা নাম। মালতি মেরি চোপড়া জোনাস। নাম শুনেই বোঝা যায় বাবা মা তাঁদের দুজনের ধর্মীয় পরিচয়ই রাখতে চেয়েছেন নামে, পদবীও তেও তাই।
সংস্কৃত এবং ল্যাটিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াঙ্কা। সংস্কৃতে ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। প্রিয়াঙ্কার মেয়ের জন্ম নাকি সন্ধের পর। অন্যদিকে মেরি বলতে মূলত ভার্জিন মেরিকেই বোঝানো হয়। বাইবেলে যিশুর মা-ও তো মেরি।
২০১৮ সালে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। তারপর থেকে ঘনঘন তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে নানা আন্তর্জাতিক ইভেন্টে এবং সোশ্যাল মিডিয়ায় তো বটেই।