মেয়ে মেরি এবং নিকের সঙ্গে এই মুহূর্তে দেশেই রয়েছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। আর এই বছরের হোলি পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবং নিকের হোলি সেলিব্রেশনের ছবি-ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সাদা পোশাকে নিক-প্রিয়াঙ্কা জমিয়ে রং খেলেছেন। ঢোলের তালে নাচতেও দেখা গিয়েছে এই গ্লোবাল জুটিকে। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ এবং কাজিন মান্নারাও ফ্রেমবন্দি হয়েছেন তাঁদের সঙ্গে। প্রিয়াঙ্কা কন্যে মালতীকেও দেখা গিয়েছে, জমিয়ে উদযাপন করতে।
প্রিয়াঙ্কা সম্প্রতি তাঁদের অযোধ্যা ভ্রমণের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। দেশে পা রেখেই নিক ও মালতীকে সঙ্গে রাম মন্দির গিয়েছিলেন প্রিয়াঙ্কা।