শনিবার দিল্লির কপূরথালা হাউসে ধূমধাম করে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা । বাগদানের রূপকথার মতো ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন অভিনেত্রী । বোনের নতুন জীবনের শুরুতে উচ্ছ্বসিত দিদি প্রিয়াঙ্কাও । সোশ্যাল মিডিয়ায় বাগদানের বেশ কয়েকটি ছবি শেয়ার করে তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা ।
প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, "তিষা ও রাঘবকে শুভেচ্ছা । তোমাদের দু'জনের জন্য খুব খুশি । বিয়ের দিনটার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।" পরিণীতি-রাঘব ছাড়াও এদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা । এদিনের অনুষ্ঠানে একাই এসেছিলেন প্রিয়াঙ্কা । নিক বা মেয়ে মালতীকে তাঁর সঙ্গে দেখা যায়নি । শনিবার সন্ধে নামতেই কপূরথালা হাউজে অতিথি সমাগম শুরু হয় । যথা সময়ে পৌঁছে যান প্রিয়াঙ্কা চোপড়াও । এদিন, বোনের এনগেজমেন্টে অফ সোল্ডার ব্লাউজের সঙ্গে রাফেল শাড়িতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে । গলায় পরেছিলেন নেকলেস, যা তাঁর সাজকে সম্পূর্ণ করেছে । গ্ল্যাম লুকে এদিন নজর কেড়েছেন 'দেশি গার্ল' ।