জনপ্রিয় পপ গায়ক ও প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস অসুস্থ । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন নিক । চোখে-মুখেও তার ছাপ পড়েছে । কী হয়েছে নিকের ? গায়ক জানিয়েছেন, তিনি টাইপ-১ ডায়াবিটিস রোগে আক্রান্ত ।
টাইপ-১ ডায়াবিটিস কী ?
ডায়াবেটিস রোগী এখন ঘরে ঘরে । তবে জানেন কী, এই রোগের দু'টো ভাগ রয়েছে । এক হল টাইপ-১ ডায়াবেটিস ও আরেকটা হল টাইপ-২ ডায়াবেটিস । টাইপ-১ ডায়াবেটিস সাধারণত কম বয়সীদের হয় । এই রোগের ক্ষেত্রে শরীরে ইনসুলিন তৈরি হয় না । অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বন্ধ হয়ে গেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় । ফলে ডায়াবেটিসে আক্রান্ত হয় মানুষ ।
উপসর্গ
টাইপ-১ ডায়াবিটিসে আপনি আক্রান্ত কি না, কীভাবে বুঝবেন ? এ সমস্যার সমাধান করেছেন নিক নিজেই । টাইপ-১ ডায়াবিটিস হলে কী কী অসুবিধা হয়, সেই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন নিক । তাঁর শরীরে রোগের লক্ষণ হিসেবে চারটি উপসর্গ দেখা গিয়েছিল । সেগুলি হল-গলা শুকিয়ে যাওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব ও খুব ক্লান্তি থাকে শরীরে । এছাড়া অনেকের আবার দৃষ্টি ঝাপসা হয়ে যায়, গ্যাসের সমস্যা থাকে ।
এই ডায়াবিটিস বংশানুক্রমিক । একেবারে নির্মূল হওয়া সম্ভব কম । তবে, একটু সতর্ক থাকলে টাইপ-২ ডায়াবিটিস আটকাতে পারেন আপনি । প্রতিদিন ব্যায়াম, খাওয়া-দাওয়া ঠিক করলেই ডায়াবিটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকে ।