মধ্যরাতে মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে তাঁদের কোলে এসছে প্রথম সন্তান। তবে পুত্র সন্তান , না কন্যা সন্তান তা প্রকাশ্যে আনেননি নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka)।
বিচ্ছেদের জল্পনায় পাকাপাকি দাড়ি টানলেন প্রিয়ঙ্কা। নিন্দকদের মুখ বন্ধ করে খুশির খবর শোনালেন নিক জোনাস (Nick Jonas), প্রিয়ঙ্কা চোপড়া। একই সঙ্গে অনুরাগীদের থেকে চেয়ে নিলেন একটু গোপনীয়তা।
আরও পড়ুন, লসএঞ্জেলসের বাড়িতে বসে বড়দিন উদযাপন নিক প্রিয়াঙ্কার
প্রিয়ঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও।