তাঁর সন্তানের জন্ম হয়েছে ২০২২ সালের জানুয়ারি মাসে। সারোগেসির মাধ্যমে 'মা' হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে 'ভোগ' ম্যাগাজিনের বিশেষ ইস্যুর জন্য তাঁর মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে ফটোশুট করলেন প্রিয়াঙ্কা। ফটোশুটের পরে একটি সাক্ষাৎকারে তিনি জানান কেন 'সারোগেসি' আবশ্যিক হয়ে উঠেছিল তাঁর কাছে।
প্রিয়াঙ্কার কথায়, তাঁর বহুরকমের শারীরিক সমস্যা ছিল। তাই মাতৃত্বের জন্য সারোগেসি প্রক্রিয়ার ওপর ভরসা করা ছাড়া আর কোনও উপায় ছিল না। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর আছে বলে, নিজের ভাগ্যকেও ধন্যবাদ দেন প্রিয়াঙ্কা। যিনি এই প্রক্রিয়ায় তাঁকে সাহায্য করেছেন, প্রিয়াঙ্কা কৃতজ্ঞতা জানান তাঁকেও।