নাকের নিচে রক্ত। ফোলা ঠোঁটেও রক্ত জমাট বেঁধে রয়েছে! এছাড়া মুখের অন্যত্র রক্তের দাগ। প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের প্রশ্ন, তবে কি কোনও বিপদে পড়েছিলেন প্রিয়াঙ্কা? ছবিটি দেখে অনেকেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়াঙ্কা বুধবার নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। ছবির পাশে অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদেরও কি কাজের জায়গায় এমন কঠিন একটি দিন কেটেছে?’ ইনস্টাগ্রামে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। অভিনেত্রীর প্রায় ছ’লক্ষেরও বেশি ফলোয়ার ছবিটি ‘লাইক’করেছেন । তবে একই সঙ্গে অনুরাগীদের অনেকেই উদ্বেগ জানিয়ে প্রশ্ন করেছেন, অভিনেত্রী সুস্থ রয়েছেন কিনা।
যদিও প্রিয়াঙ্কার ওই ছবি সম্পর্কে সিনে দুনিয়ার ওয়াকিবহাল মহল জানিয়েছে, ‘সিটাডেল’নামে একটি কল্পবিজ্ঞান বিষয়ের উপর তৈরি টিভি সিরিজে অভিনয় করছেন তিনি। সেই সিরিজে একটি চরিত্রে অভিনয়ের জন্য এমন মেক আপ নিতে হয়েছে তাঁকে। বিভিন্ন দেশে এই সিরিজটির একাধিক ভার্সন রিলিজ করা হবে। সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। তবে সিরিজের ভারতীয় ভার্সনে বরুণ ধবন ও সামান্থা প্রভু থাকতে পারেন বলে সূত্রের খবর।