১৩ মে ডি ডে। আপ নেতা রাঘব চড্ডা, অভিনেত্রী পরিনীতি চোপড়ার এনগেজমেন্ট। সেই উপলক্ষেই সেজে উঠছে চোপড়া পরিবারের বাসভবন। শোনা যাচ্ছে বোনের বিশেষ দিনের সাক্ষী থাকতে ঝটিকা সফরে দিল্লি আসছেন প্রিয়াঙ্কা চোপড়া।
পরিনীতির জামাইবাবু নিক জোনাস অবশ্য আসতে পারবে না, তবে প্রিয়াঙ্কা সঙ্গে তাঁর ছোট্ট কন্যা মালতীকে আনবেন কিনা, জানা যায়নি।
বিয়ের ভেন্যু সেজে উঠছে, বাগদানের পোশাকও তৈরি। শুক্রবার দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউজে এনগেজমেন্ট হওয়ার কথা। বাগদানের অনুষ্ঠানে পরিনীতি পরবেন মণীশ মালোহোত্রার ডিজাইন করা ল্যাহেঙ্গা। রং মিলিয়ে আচকান পরবেন রাঘব, তাঁর মামার ডিজাইন করা।