ছেলের স্কুলে গরমের ছুটি । তাই হাজারও ব্যস্ততার মধ্যে সময় বের করে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । ছেলে সহজকে নিয়েই উড়ে গিয়েছেন শহর থেকে অনেক দূরে । চুটিয়ে উপভোগ করছেন সামার ভ্যাকেশন । 'ডে ওয়ান'-এর বিভিন্ন মুহূর্ত রিলে বন্দী করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
পোস্ট করা রিলে দেখা যাচ্ছে প্রথম দিনের টুকরো টুকরো মুহূর্ত । এয়ারপোর্ট মা-ছেলের খুনসুটি, গন্তব্যে পৌঁছে মোমো-চাউমিনে ডুব দেওয়া, একই সঙ্গে মিল্ক শেকের গ্লাস নিয়ে চিয়ার্স করতেও দেখা গেল সহজ ও প্রিয়াঙ্কাকে । টলিপাড়া সূত্রে খবর, পাহাড়েই ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা । কিন্তু, রাহুল ছাড়া এই ট্রিপ সম্পূর্ণ নয় বলে মনে করছেন নেটিজেনের একাংশ । সহজ, প্রিয়াঙ্কার সঙ্গে রাহুল না দেখে হতাশ অনুরাগীরা ।
রাহুল আসলে ব্যস্ত শুটিংয়ে । এতদিন 'ব্যোমকেশ'-এর শুটিং চলছে । সিনেমার শুটিং শেষ হওয়ার পরই আবার ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন । তাই ইচ্ছা থাকলেও মা-ছেলের সঙ্গী হতে পারেননি রাহুল । উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই রাহুল-প্রিয়াঙ্কার ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার খবর সামনে এসেছে ।