নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউড যোগ৷ গত কয়েকদিন ধরেই এই গুঞ্জন সামনে আসছিল। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার শামিমের সঙ্গে টলিপাড়ার যোগ মিলেছে৷ নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়া হৈমন্তী গঙ্গোপাধ্যায় ও যে টলি অভিনেত্রী, তাও জানা গিয়েছে। এবার অভিযোগ উঠল টলিগঞ্জের কুন্তল ঘোষের টাকা ঘিরে। গুঞ্জন ধৃত তৃণমূল নেতার টাকায় অনেক ছবি তৈরি হয়েছে। সেই জল্পনায় মঙ্গলবার জল ঢাললেন প্রযোজক পরিচালক রানা সরকার৷
ফেসবুকে রানার দাবি, তিনি শুনেছেন কুন্তল ঘোষের টাকায় নাকি তিনি সিনেমা তৈরী করেন। কিন্তু কুন্তল গ্রেফতার হওয়ায় তিনি আর ছবি তৈরি করতে পারছেন না। কার টাকায় তিনি ছবি তৈরি করেন সেই ব্যাপারে তদন্তের জন্য তিনি ইডি ও সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করছেন৷
রানার অভিযোগ, এই ইন্ডাস্ট্রিতে পরস্পর পরস্পরকে সন্দেহের চোখে দেখেন। তাই, স্বতঃপ্রনোদিতভাবেই তিনি এই তদন্তের মুখোমুখি হতে চান৷ রানার দাবি, তাতেই বেরিয়ে আসবে আসল সত্য৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির ঘটনায় এখন CBI হেফাজতে কুন্তল ঘোষ।