নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগ উঠেছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ফেডারেশনের নির্দেশে আপাতত কর্মবিরতিতে গিয়েছেন তিনি। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের নিয়ে যে ছবি তৈরি করছিলেন তিনি, তার কী হবে? সেই প্রশ্নের উত্তর মিলল। জানা গিয়েছে, নতুন পরিচালকের তত্ত্বাবধানেই নতুন ছবির শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।
তবে রাহুল কিন্তু ছবি থেকে পুরোপুরি বাদ পড়ছেন না। তিনি ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারের কাজ করবেন। পরিচালনার দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার। প্রসেনজিৎ, অনির্বাণ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরীর মতে অভিনেতা, অভিনেত্রীরা।
এর আগে 'কিশমিশ', 'দিলখুশে'র মতো সিনেমা পরিচালনা করেছেন রাহুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) নিয়ম না মেনে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য শুটিং করেছেন তিনি৷ সেই বিতর্কের জেরে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার (DAEI) পক্ষ থেকে রাহলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শুটিং করতে পারবেন না তিনি।