ফের জুটি বেঁধে আসছেন তাঁরা। 'তাঁরা' মানে বাংলা সিনেমার কিংবদন্তি জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শুধু আসছেনই না, করছেন 'বিয়ে'ও। যদিও, সেটা রূপোলি পর্দায়। তাঁদের ঘটকালি করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বেশ কয়েকমাস আগে এমনই একটি ঘোষণা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রেম দিবসের ওই সপ্তাহে ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল মানুষের ফোনে ফোনে।
এবার ফের সেই সিনেমা সংক্রান্ত একটি রিলস ইনস্টাগ্রামে পোস্ট করলেন প্রসেনজিৎ স্বয়ং। যা, পোস্ট করার সঙ্গে সঙ্গেই উৎসাহী জনতার কমেন্ট, রিঅ্যাকশন ও শেয়ারে ভরে যায়। ভিডিয়োটিতে প্রসেনজিৎকে বলতে শোনা যাচ্ছে, "আমাদের বিয়ের ডেটটা এবারে ঠিক করা উচিত না?" তার উত্তরে ঋতুপর্ণা মৃদু প্রতিবাদ জানালে প্রসেনজিৎকে বলতে শোনা যায় যে, আসলে তাঁদের দুজনের বিয়ের কথা হচ্ছে না! তাহলে? এই, 'তাহলে'র মধ্যেই লুকিয়ে আছে উত্তর। যা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।
বিয়ের তারিখ ঘোষণা শীগগিরই!