একের পর এক ছবি, ওটিটি-র কাজ নিয়ে ব্যস্ত বাংলা ছবির ইন্ডাস্ট্রি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার হাত দিলেন একেবারে ঐতিহাসিক ছবিতে। ইতিহাস-উপন্যাস যেখানে হাত ধরাধরি করে আছে, তেমন এক ছবি হচ্ছে বাংলায়। দেবী চৌধুরানী। সেখানে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে বুম্বা দাকে।
চমকের শেষ নয়, ছবিতে নাম ভূমিকায় মানে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। ছবির পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র।
তবে শুধু, বঙ্কিমের উপন্যাস অবলম্বন করেই ছবির গল্প নয়, বেশ খানিকটা ইতিহাসমিশ্রিত ছবি, শুটিং শুরুর আগেই জানালেন পরিচালক।