শনিবার ভোরে তারাপীঠ পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি। পরনে সাদা কুর্তা। গায়ে চাদর খানিক সাবেকি পোশাকে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বেরোতে দেখা যায় অভিনেতাকে।
পুজো দিয়ে ফুরফুরে মেজাজেই দেখা যায় তাঁকে। মন্দিরের বাইরে বেরিয়ে এসে উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। চিরকালীন ভঙ্গিতে নমস্কার জানান সকলকে। এরপর তারাপীঠ মন্দির ছেড়ে বেরিয়ে যান অভিনেতা। সূত্রের খবর শনিবার ভোরে বীরভূম পৌঁছেছিলেন অভিনেতা। এরপর ডেপুটি স্পিকার নিয়ে পুজো দেন তিনি।
মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এটি একটি কমেডি ফিল্ম হতে চলেছে যেটা টিজার দেখেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রসেনজিৎ- ঋতুপর্না জুটি ইতিমধ্যেই তাঁদের ৫০ তম অভিনীত এই ছবির প্রচার শুরু করে দিয়েছেন। তবে, এই ছবির মুক্তির জন্যই অভিনেতা তারাপীঠে পুজো দিলেন কি না তা এখনও জানা যায়নি।