বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সময়ের সাথে ইন্ডাস্ট্রির তো বটেই সেইসাথে ইন্ডাস্ট্রির বাইরেরও অনেকের কাছেই অভিভাবক হয়ে উঠেছেন তিনি। তবে এবার বুম্বা দার বুকের ছাতি চওড়া হল ছেলে তৃষাণজিৎের জন্য।
প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ, কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাডুয়েট হলেন। ছেলের সেই গর্বের মুহূর্ত ফ্রেমবন্দি করে ক্যাপশনে বুম্বা দা লিখলেন, ‘আজ ছেলে মিশুকের জন্য গর্বের দিন, একটি গুরুত্বপূর্ণ মুহুর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
ভিডিওতে দেখা যায়, কালো রোব আর মাথায় মর্টারবোর্ড হ্যাট পরে সার্টিফিকেট নিচ্ছেন মিশুক। তাঁকে দেখে এক পলকে ভুল হতে পারে, যেন অবিকল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।