খাতায় কলমে সিনিয়র সিটিজেনের তকমা জুটেছিল আগেই। এখনও তিনিই ইন্ডাস্ট্রি! আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেখতে দেখতে ৬২ বছর পূর্ণ করলেন অভিনেতা।
শিশুশিল্পী হিসাবে প্রসেনজিতের প্রথম অভিনয় ‘ছোট্ট জিজ্ঞাসা’তে। ১৯৮৩ সালে বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ।
এরপর একে একে নানান ধরনের ছবিতে অভিনয় করেছেন। নিজেকে ক্রমাগত ভেঙেছেন, চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তাঁর অন্যতম হিট ছবিগুলির মধ্যে অন্যতম। একের পর এক বাণিজ্যিক হিট দেওয়া ছাড়াও তরুণ মজুমদার, তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গপাধ্যায়ে র একাধিক অন্য ধারার ছবিতেও অভিনয় করেছেন প্রসেনজিৎ।
ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ হিট বুম্বাদার জুটি। সম্প্রতি, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে ৫০ তম ছবি করলেন, যে নজির সারা দেশের সিনেমাতেই নেই।
বাষট্টিতেও দারুণ ফিট বুম্বাদা। কড়া ডিসিপ্লিনে রাখেন নিজেকে, পাখির আহার করেন। অধ্যাবসায় আর পরিশ্রম, এই দুটো জিনিসই তাঁকে ইন্ডাস্ট্রি বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতে নিজের স্টারডম ধরে রাখতে আড়ালে থাকায় বিশ্বাসী নন প্রসেনজিৎ। বরং, ইন্ডাস্ট্রিতে অভিভাবকের মতো বনস্পতির ছায়াও দিয়ে চলেছেন।
বুম্বাদার জন্মদিনে রইল শুভেচ্ছা।